Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৬:২৬ পি.এম

ইলিয়টগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারী আটক

বিশেষ প্রতিনিধিঃ  কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার পয়াত পূর্বপাড়া গ্রামের মো. সৈকতের স্ত্রী রীমা আক্তার এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার তালতলী গ্রামের মো. মোক্তার হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২৯)। হাইওয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক পাচারে জড়িত ছিলেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহাদাত হোসেন জানান, আটককৃত দুই নারী কুমিল্লা থেকে সরাসরি ঢাকার কোনো গাড়িতে না উঠে পুলিশের চোখ ফাঁকি দিতে একাধিক যানবাহন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। তারা ইলিয়টগঞ্জ বাস স্টেশনে পৌঁছে অন্য একটি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা চারটি ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) নূরুল ইসলাম।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন