Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ৫:১৮ পি.এম

বিএনপির কাছে ক্ষমা চাইতে হবে হাসনাত আব্দুলাহকে, না হয় অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: "বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়"—এমন একটি বিস্ফোরক মন্তব্যের জেরে কুমিল্লার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে আগামী এক সপ্তাহের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায়, তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার (১৯ মে) প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে সেলিম ভূইয়া এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঘটনার সূত্রপাত গত ১৬ মে, যখন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতার গণআন্দোলনে আয়োজিত এক অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি দাবি করেন, কুমিল্লার অনেক উপজেলায় যেমন আওয়ামী লীগের রাজনীতি তাদের নিজস্ব অর্থায়নে চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় পরিচালিত হয়। এমনকি কিছু উপজেলায় সব দলের রাজনীতি ‘বিক্রি’ হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যের পরপরই কুমিল্লা বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার কুমিল্লা প্রেস ক্লাবে বিভাগীয় বিএনপি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া লিখিত বক্তব্যে হাসনাত আবদুল্লাহর মন্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “হাসনাত আব্দুল্লাহর এই ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কুমিল্লার বিএনপি নেতাকর্মীদের মর্মাহত করেছে। তার এই মন্তব্য রাজনৈতিক অপরিপক্কতা এবং সম্ভবত মানসিক দুর্বলতার পরিচায়ক। যিনি সম্প্রতি ‘রাজার পার্টি’ হিসেবে পরিচিত একটি দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন, তার কাছ থেকে এমন শিশুসুলভ...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন