বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সান্ডা নামক প্রাণী নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই প্রাণী নিয়ে অনেকে কৌতূহলী হয়ে নানা কথা বলছেন। অনেকে এই প্রাণীর তেলের উপকারিতার কথাও লিখছেন। আসলেই কি এই এই প্রাণীর তেলের তথা ‘সান্ডার তেল’ এর কোনো উপকারিতা আছে? সেসব বিষয়েই চিকিৎসাবিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। সান্ডা আসলে কী সান্ডা নামে ভাইরাইল প্রাণীটির বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স (Uromastyxs)। এটিকে সাধারণত লেজে কাঁটাযুক্ত লিজার্ড বা টিকটিকি বলা হয়। আরব বিশ্বে এটি দাব (Dabb) নাম পরিচিত। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং উত্তর ভারতের কয়েকটি স্থানে এদের পাওয়া যায়। মরুভূমির রুক্ষ আবহাওয়ার মধ্যেও এরা টিকে থাকতে পারে। ইউরোমাস্টিকস গণের মধ্যে ১৩টির বেশি প্রজাতি আছে। প্রজাতিভেদে এরা ভিন্ন রং ও আকারের হয়ে থাকে। এরা দৈর্ঘ্যে ১০ থেকে ৩৬ ইঞ্চি পর্যন্ত বড় এবং ওজনে দুই কেজি পর্যন্ত হতে পারে। এরা মূলত তৃণভোজী। পাতা, ফল, বীজ ইত্যাদি খায়। সান্ডার তেল বা কাঁটাযুক্ত লেজ বিশিষ্ট টিকটিকির তেলের আসলেই কোনো উপকারিতা আছে কি না, তা জানতে বিভিন্ন সূত্রে অনুসন্ধান চালিয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। সান্ডা থেকে তৈরি নানা কবিরাজি ওষুধ নিয়ে উন্মুক্ত অনলাইন প্ল্যাটফর্ম সায়েন্স ডিরেক্ট-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে কিছু আলোচনা পাওয়া যায়। এতে বলা হয়েছে, কাঁটাযুক্ত লেজবিশিষ্ট টিকটিকি ভারত ও পাকিস্তানে সান্ডা নামে পরিচিত। আয়ুর্বেদিক বা কবিরাজি ওষুধ তৈরিতে বিভিন্ন প্রাণীর দেহের অংশ ব্যবহারের প্রথা অনেক দেশে আছে। তেমনি এই প্রাণীরও ওষুধি গুণ আছে বলে...