Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ৭:৪৪ পি.এম

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

বিশেষ প্রতিনিধিঃ ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় আজ অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেপালকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে লাল-সবুজের জার্সিধারীরা টুর্নামেন্টের শিরোপা জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেল। আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য ফাইনালে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার গতি বাড়ে এবং একের পর এক আক্রমণে উভয় দলই প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। ম্যাচের ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বুদ্ধিদীপ্ত কর্ণার কিক থেকে দারুণ এক হেডে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন আশিকুর রহমান। ফয়সালের নিখুঁত ক্রস নেপালের রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করে সরাসরি জালে আশ্রয় নেয়। এর ঠিক সাত মিনিট পর, ম্যাচের ৮০ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল নিজেই। সতীর্থ মানিকের বাড়ানো বল বক্সে পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করে দলকে ২-০ লিড এনে দেন তিনি। তবে নেপালও সহজে হাল ছাড়েনি। ম্যাচের ৮৬ মিনিটে একটি গোল পরিশোধ করে তারা খেলায় ফেরার ইঙ্গিত দেয়। সংঘবদ্ধ আক্রমণে নেপালের খেলোয়াড়রা বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করতে সক্ষম হন এবং গোলরক্ষক মাহিনকে অতিক্রম করে বল জালে জড়ান। এরপর রেফারি অতিরিক্ত সাত মিনিট সময় যোগ করলে ম্যাচে উত্তেজনা আরও বাড়ে। নেপাল সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে শেষ...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন