সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলা

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীর কান্দির পাড় পূবালী চত্বরে বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন কুমিল্লার প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান। হামলায় তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বাহার রায়হানের পায়ে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাংবাদিক বাহার রায়হান পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কান্দির পাড় এলাকায় গিয়েছিলেন। সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করছিলেন। বাহার রায়হান যখন সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন, ঠিক তখনই একদল মুখোশধারী দুর্বৃত্ত আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়।

আহত সাংবাদিক বাহার রায়হান ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “আমি যখন ছবি তুলছিলাম, হঠাৎ কয়েকজন এসে আমার পায়ে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। আমার মনে হয় তারা আমাকে চিনতে পারেনি। একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।” হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি নিশ্চিত নন, তবে তাদের পদবঞ্চিত ছাত্রদল অথবা আওয়ামী লীগের কর্মী বলে সন্দেহ প্রকাশ করেছেন।

এই ন্যক্কারজনক হামলার ঘটনায় কুমিল্লার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, “যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে কুমিল্লায় কর্মরত সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

See also  ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাংবাদিক বাহার রায়হানের ওপর এই বর্বরোচিত হামলা গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কুমিল্লার সচেতন মহল অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলা

১৫ মে ২০২৫, ১১:২২

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীর কান্দির পাড় পূবালী চত্বরে বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন কুমিল্লার প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান। হামলায় তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বাহার রায়হানের পায়ে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাংবাদিক বাহার রায়হান পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কান্দির পাড় এলাকায় গিয়েছিলেন। সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করছিলেন। বাহার রায়হান যখন সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন, ঠিক তখনই একদল মুখোশধারী দুর্বৃত্ত আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়।

আহত সাংবাদিক বাহার রায়হান ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “আমি যখন ছবি তুলছিলাম, হঠাৎ কয়েকজন এসে আমার পায়ে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। আমার মনে হয় তারা আমাকে চিনতে পারেনি। একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।” হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি নিশ্চিত নন, তবে তাদের পদবঞ্চিত ছাত্রদল অথবা আওয়ামী লীগের কর্মী বলে সন্দেহ প্রকাশ করেছেন।

এই ন্যক্কারজনক হামলার ঘটনায় কুমিল্লার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, “যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে কুমিল্লায় কর্মরত সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

See also  দেবিদ্বারে বিএনপির ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাংবাদিক বাহার রায়হানের ওপর এই বর্বরোচিত হামলা গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কুমিল্লার সচেতন মহল অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।