
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লায় অনলাইনে পলাতক আওয়ামী নেত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি অ্যাডভোকেট রেজাউল করিম। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে (১৪ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল করিমের বিরুদ্ধে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে।
তিনি অনলাইনে পলাতক আওয়ামী নেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে কুমিল্লার বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করেছেন বলে দাবি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগেও রেজাউল করিমের বিরুদ্ধে মামলা ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লায় ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলা এবং গুলির ঘটনায় তার নাম উঠে আসে। এ বছরের ১০ ফেব্রুয়ারি সেই মামলায় তাকে প্রথমবার গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
জামিনে মুক্তি পাওয়ার পর আবারও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ পুলিশের। তারই অংশ হিসেবে সম্প্রতি একটি ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে নাশকতার পরিকল্পনা করেন বলে পুলিশ দাবি করছে।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বের মামলাও এখনো বিচারাধীন। নতুন করে নাশকতার অভিযোগ ওঠায় তাকে ফের গ্রেফতার করা হয়েছে। দুইবারই কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে আটক করে।
উল্লেখ্য, এর আগে একই অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকেও গ্রেফতার করেছিল পুলিশ। ফলে, এ ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
Reporter Name 











