Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ৫:২২ পি.এম

ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ রোগের সংক্রমণ বাড়ছে কুমিল্লায়, কারণ ও প্রতিকার কী?

কুমিল্লায় ছোঁয়াচে রোগ 'স্ক্যাবিস'-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  মহানগরের সরকারি হাসপাতালগুলোয় খোস-পাঁচড়া জাতীয় এ রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বিবিসি বাংলা তোলে ধরেন; কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক শিশু এই ছোঁয়াচে রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নিতে হয়েছে। শিশুটির মা আয়শা খানম এই রোগে তার সন্তানের আক্রান্ত হওয়ার ঘটনা বর্ণনা করতে গিয়ে বিবিসি বাংলাকে বলছিলেন, "ছোড মাইয়ার (মেয়ে) গত সপ্তাহে প্রথমে জ্বর আসছে, ডাক্তারের কাছে নেই নাই, ওষুধ দিছি। পর দিন দেখি ডান হাতের আঙ্গুলে খালি চুলকায়। আঙ্গুলের চিপায় চিপায় লাল লাল ফোস্কার মতন।" "তখনও পাত্তা দেই নাই। পরেরদিন দেখি এগুলা ভইরা গেছে শরীরের চিপায় চিপায়। তিন দিনের দিন উপজেলা হেলথ সেন্টারে নিছি। ডাক্তাররা কয় এটা ছোঁয়াচে, সবার থেকে আলাদা রাখন লাগবো মাইয়ারে। ওষুধ দিছে, ক্রিম, লোশন দিছে। সাত দিন চলে এখনও ভালো হয় নাই, " বলছিলেন আয়শা খানম। চিকিৎসকরা বলছেন, সাধারণ মানুষ অনেক সময় 'স্ক্যাবিস'কে খোস-পাঁচড়া বলে উল্লেখ করে।গরমের সময়ে এই ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাব বেশি হলেও এখন সারা বছরই দেখা দেয়। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, 'স্ক্যাবিস' নামের এ চর্ম রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে এ হাসপাতালের বহির্বিভাগে দুইশ থেকে আড়াইশ জন চিকিৎসা নিতে আসেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে বলেন, "আমাদের হাসপাতালের বহির্বিভাগে বয়স্ক ও শিশু মিলিয়ে প্রতিদিন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন