Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ১০:০৪ পি.এম

“আমারে মাইরা ফেলেন, তাও দিমু না” বুলডোজারের নিচে অটোচালকের বুকফাটা আর্তনাদ

তাসনীম আলম সাকিব (ঢাকা)- রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় চলছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যৌথ অভিযান। ফুটপাত দখল, অবৈধ পার্কিং এবং সড়ক ব্যবহারবিধি লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চালানো হচ্ছে এই কঠোর ব্যবস্থা। এর অংশ হিসেবে নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকেও উচ্ছেদ করা হচ্ছে। এই অভিযানেরই এক হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়ে যায় এক ভিডিওতে, যা এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক অটোচালক কান্নাজড়িত কণ্ঠে আকুতি জানিয়ে বলেন, "আমারে মা*ইরা ফেলেন তাও দিমু না… আমার অটোটা ছাইড়া দেন ভাইজ্ঞেন না… ইটাই আমার সংসার, ইটাই আমার রুটিরুজি।" তার সেই অটোই ছিল শেষ সম্বল। কিন্তু বুলডোজারের এক ধাক্কায় গুঁড়িয়ে গেল তার স্বপ্ন, ভেঙে গেল জীবিকার একমাত্র অবলম্বন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, একাধিকবার সতর্ক করার পরও সড়ক ও ফুটপাতে অটোরিকশা চলাচল বন্ধ না হওয়ায় এই অভিযান চালানো হচ্ছে। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, "এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে ঢাকার যানজট ও দুর্ঘটনা কমানো যায়।" যদিও প্রশাসনের এই অভিযান আইনি দিক থেকে যথার্থ, তবে সমালোচকরা বলছেন, এতে মানবিক দিকটি উপেক্ষিত থেকে যাচ্ছে। ঢাকার অনেক নিম্নআয়ের মানুষ ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবার চালায়, সন্তানদের স্কুলে পাঠায়। তাদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা না করে, কোনো পুনর্বাসন ছাড়াই যদি এই অভিযান চলে, তাহলে এক শ্রেণির মানুষ চরম অর্থনৈতিক সংকটে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন