Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৯:৫৭ পি.এম

কিছু লোক ও কয়েকজন ছেলেকে লেলিয়ে দিয়ে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার

বিশেষ প্রতিনিধিঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, দেশে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে তার দায়-দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সকল কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের মদদে বন্ধ করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. রেদোয়ান আহমেদ বলেন, “আপনি কিছু লোক ও কয়েকজন ছেলেকে লেলিয়ে একটি দলকে নিষিদ্ধ করতে তাদেরকে আন্দোলনে মাঠে নামতে উদ্বুদ্ধ করেছেন। এনসিপি নামে একটি নতুন দল গঠিত হয়েছে, কয়েকজন পোলাপান সেখানে আছে শুধুমাত্র তাদের আন্দোলনে বা শুধুমাত্র জামায়াতে ইসলামীর আন্দোলনে একটি দলকে নিষিদ্ধ বা একটি দলের কার্যক্রম বন্ধ করে দিবেন? এতে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে এর দায়-দায়িত্ব নিতে হবে।” তিনি আরও বলেন, "১৯৪৯ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে এ দল গঠিত হয়। ইতিহাসে বিভিন্ন সময় দলটি দেশের নেতৃত্ব দিয়েছে। আজ শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের কারণে দলটিকে নিষিদ্ধ করার পাঁয়তারা চলছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মালিক একমাত্র জনগণ।" আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, "আজকে যারা অন্যায় করেছে, তাদের আগে বিচারের আওতায় আনুন। তাদের বিরুদ্ধে রায় দেয়ার পর যদি কোনো আইনি বাধ্যবাধকতা থাকে, তখন রাজনৈতিকভাবে তাদের কার্যক্রম বিবেচনা করা যেতে পারে। কিন্তু একটি বড় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম বন্ধ করে দিলে, তারা গোপনে সংগঠিত হয়ে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন