Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ১১:৩৪ পি.এম

আখিরাতে সফল নারী-পুরুষের গুণাবলি

(৩৩) নিজেদের গৃহ মধ্যে অবস্থান করো এবং পূর্বের জাহেলি যুগের মতো সাজসজ্জা দেখিয়ে বেড়িও না। নামায কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো চান, তোমাদের নবী পরিবার থেকে ত্রুটি দূর করতে এবং তোমাদের পুরোপুরি পাক-পবিত্র করে দিতে। (৩৪) আল্লাহর আয়াত ও জ্ঞানের যেসব কথা তোমাদের গৃহে শুনানো হয় তা মনে রেখো। অবশ্যই আল্লাহ সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে সম্যক অবহিত। (৩৫) একথা সুনিশ্চিত যে, যে পুরুষ ও নারী মুসলিম, মুমিন, হুকুমের অনুগত, সত্যবাদী, সবরকারী, আল্লাহর সামনে বিনত, সাদকাদানকারী, রোযা পালনকারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী। আল্লাহ তাদের জন্য মাগফিরাত এবং প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। (সূরা আহযাব) নামকরণ এ সূরাটির ২০ নং আয়াত يَحْسَبُونَ الْأَحْزَابَ لَمْ يَذْهَبُوا এর ‘আহযাব’ শব্দ থেকে সূরাটির নাম গৃহীত হয়েছে। সূরা নাযিল হওয়ার সময়কাল ও সূরার মূল আলোচ্য বিষয় এ সূরাটি ৫ হিজরির শাওয়াল মাসে নাযিল হয়। এতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করা হয়েছে। এক. আহযাব যুদ্ধ। এটি ৫ হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়। দুই. বনি কুরাইযার যুদ্ধ। ৫ হিজরির যিলকাদ মাসে এটি সংঘটিত হয়। তিন. হযরত যয়নবের (রা) সাথে নবী (সা)-এর বিয়ে। এটি অনুষ্ঠিত হয় একই বছরের যিলকাদ মাসে। এ ঐতিহাসিক ঘটনাবলির মাধ্যমে সূরার নাযিল হওয়ার সময়-কাল যথাযথভাবে নির্ধারিত হয়ে যায়। প্রাগুক্ত আয়াতের আলোচ্য বিষয় ৩৩ এবং ৩৪ নম্বর আয়াতে নবীর স্ত্রীদের জন্য উপদেশ ও বিশেষ...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন