
বিশেষ প্রতিনিধিঃ
আন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে আনন্দ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। পূর্বঘোষণা অনুযায়ী, তিনি নেত্রকোনার পূর্বধলার নিজ এলাকা লেটিরকান্দা গ্রামে গরু জবাই করে এলাকাবাসীর মাঝে বিরিয়ানি বিতরণ করেন।
রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে লেটিরকান্দা গ্রামের মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামি মাদরাসার সামনে এই আয়োজন সম্পন্ন হয়। স্থানীয় বহু মানুষ এতে অংশ নেন এবং খুশিভাজা পরিবেশে ভোজে অংশগ্রহণ করেন।
এই সময় রফিকুল ইসলাম মাদানী বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার করতে হবে।” তিনি আরও বলেন, “দেশ ও ইসলামবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
উল্লেখ্য, মাওলানা রফিকুল ইসলাম মাদানী আওয়ামী লীগের শাসনামলে বহুবার রাজনৈতিক ও মতাদর্শগত কারণে নির্যাতনের শিকার হন। তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়।
Reporter Name 













