Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৫:৩৩ পি.এম

চান্দিনায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ চান্দিনায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুজন স্থানীয় নেতাকে একটি পুরোনো মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চান্দিনা উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন এবং চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক আহমেদ শরীফ মিঠু। গতকাল শুক্রবার (৯ মে) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল লতিফ, যিনি মামলার তদন্ত করছেন, জানান যে, ২০২২ সালে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনায় ড. রেদোয়ান আহমেদ বাদী হয়ে চান্দিনা থানায় ২০২৪ সালের ২৪ আগষ্ট একটি মামলা দায়ের করেন (মামলা নং- ১১) সেই মামলার এজাহারে এই দুজনের নাম না থাকলেও তাদের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. জালাল হোসেন মাইজখার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবেও পরিচিত। আহমেদ শরীফ মিঠু কুমিল্লা জজ কোটের একজন আইনজীবী সহকারী হিসেবে কাজ করেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মো. জালাল হোসেন ও আহমেদ শরীফ মিঠুকে শুক্রবার (৯ মে) আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন