Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৪:৪৩ পি.এম

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে উত্তাল গণজমায়েত, বন্ধ যান চলাচল

বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আজ শনিবার (১০ মে) থেকে গণজমায়েত শুরু হয়েছে। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হচ্ছে। বিকেল ৩টায় এই গণজমায়েত আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা তার আগেই শাহবাগে এসে জড়ো হতে শুরু করেন। ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সহ বিভিন্ন সমমনা সংগঠনের কর্মীরা ইতিমধ্যেই জমায়েতে অংশ নিয়েছেন। আরও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সংগঠক শাহবাগে উপস্থিত রয়েছেন। গণজমায়েতের পাশাপাশি একই দাবিতে আন্দোলনরত ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি গণমিছিল শুরু করেছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ। এদিকে, আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ মোড় সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই মোড়ের প্রতিটি সংযোগ সড়কে ব্যারিকেড বসানো হয়েছে। ফলে গতকাল শুক্রবার দুপুরের পর থেকে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, যা নগরবাসীকে দুর্ভোগে ফেলেছে। প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই আন্দোলন গতকাল শুক্রবার বিকেলে শুরু হয়। এদিন বিকেল পৌনে...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন