Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১০:০৫ পি.এম

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে চান্দিনায় সমমনা ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ চান্দিনায় সমমনা ইসলামি ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার, সারা দেশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচির আয়োজন করা হয়। চান্দিনার সক্রিয় ছাত্র সংগঠনগুলো বাদ আসর আল আমিন মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভায় পরিণত হয়। পুরো কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন রাসেল মাজহারী, জুবায়ের ফরাজী, মাহবুব শাকিল ফয়সাল এবং মুহাম্মদ সামাউন সিয়াম। বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে ছাত্র জমিয়ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলা সদস্য সচিব আবু হানিফের নেতৃত্বে প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক আবুল কাশেম অভি এবং সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ সামাউন সিয়াম। বক্তৃতা প্রদান করেন ছাত্র জমিয়তের প্রতিনিধি মহিউদ্দিন আরমান, ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহাদী হাসান, ছাত্র শিবিরের প্রতিনিধি আবু হানিফ, ছাত্র মজলিসের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভার সমাপনী বক্তব্যে সামাউন সিয়াম আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে অংশগ্রহণকারী সকল সংগঠন ও নেতাকর্মীদের ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন