Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ১১:২৬ পি.এম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা

বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে শনিবার (১০ মে) এক বিশাল গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার (৯ মে) রাত ১০টায় এই কর্মসূচির ঘোষণা দেন। এর পাশাপাশি, দেশজুড়ে জুলাই আন্দোলনের কেন্দ্রস্থলগুলোতে (জুলাই পয়েন্ট) একই সময়ে বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানানো হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, "আওয়ামী নিপীড়নের শিকার যারা, পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড, গুম, খুনের শিকার যারা, তাদের সকলের অংশগ্রহণে আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে।" তিনি আরও জানান, "সারা দেশের জুলাই পয়েন্টগুলোতেও একই সময়ে গণজমায়েত অনুষ্ঠিত হবে, যেখানে জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ সংঘটিত হয়েছিল।" শাহবাগে চলমান অবস্থান কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের অবস্থান কর্মসূচির ২৫ ঘণ্টা পার হয়েছে। যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। তিনি তাদের তিন দফা দাবির কথা উল্লেখ করে বলেন, "আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।" এই গণজমায়েত ও দেশব্যাপী বিক্ষোভের ডাক রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এবং এই নিয়ে চলমান আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন