Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৫:৪২ পি.এম

শাহীন-৩ ও মুলতান ক্যান্টনমেন্ট: দক্ষিণ এশিয়ায় এক নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ

লেখক- রাসেল খাঁন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক কৌশল এবং ভারতের নিরাপত্তা প্রস্তুতি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী, পাকিস্তানের মুলতান শহর এক কৌশলগত সামরিক কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এই মুলতান ক্যান্টনমেন্ট এবং সংলগ্ন ফরওয়ার্ড অপারেটিং এয়ার বেসে যদি পাকিস্তানের সর্বোচ্চ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘Shaheen-III’ মোতায়েন করা হয়, তাহলে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করবে। মুলতানের ভূ-সামরিক গুরুত্ব- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরে অবস্থিত ‘মুলতান ক্যান্টনমেন্ট’ দেশটির অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘাঁটি পাকিস্তান আর্মির II Corps এর সদর দফতর, যা কৌশলগত দিক থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের সামরিক পরিকল্পনার কেন্দ্রে রয়েছে। শুধু তাই নয়, মুলতান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ১০,০০০ ফুট দীর্ঘ রানওয়ে রয়েছে, যেটি ফরওয়ার্ড অপারেটিং বেস হিসেবে সামরিক উড়োজাহাজ এবং ক্ষেপণাস্ত্র লঞ্চিংয়ের জন্য উপযুক্ত। Shaheen-III: পাকিস্তানের সর্বোচ্চ পাল্লার ব্যালিস্টিক মিসাইল Shaheen-III হলো পাকিস্তানের একটি মোবাইল লঞ্চ যোগ্য মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল (MRBM)। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো: পাল্লা: সর্বোচ্চ ২৭৫০ কিলোমিটার গতি: Mach 18 (প্রতি ঘন্টায় প্রায় ২২,২৩০ কিমি) উচ্চতা: প্রায় ৬৯২ কিলোমিটার পেলোড: প্রচলিত ও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম লঞ্চ মাধ্যম: মোবাইল লঞ্চার (নির্দিষ্ট লঞ্চ প্যাড ছাড়াই উৎক্ষেপণযোগ্য) এই মিসাইলের এত উচ্চ গতি ও পাল্লার ফলে পাকিস্তান চাইলে মুলতান থেকে ভারতের যেকোনো অংশে— এমনকি সবচেয়ে পূর্বপ্রান্ত অরুণাচল প্রদেশেও—মাত্র ৭.৩ মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এবং S-400 এর সীমাবদ্ধতা-...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন