Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৫:৩৪ পি.এম

তারুণ্যের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা: কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ আগামীকাল ৯ মে “কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ১০ মে চট্টগ্রামের পোলোগ্রাউন্ডে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ মে কুমিল্লার চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব আকতারুজ্জামান সরকার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব তারেক মুন্সি। সভায় বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল) কুমিল্লা উত্তর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কর্মসংস্থান, শিল্পায়ন এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকলের প্রতি এই কর্মসূচিতে অংশগ্রহণ এবং সফল করার আহ্বান জানান। আয়োজকেরা আশা প্রকাশ করেন, দুই দিনব্যাপী এই আয়োজন তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জাতীয় রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন