Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ৫:৪৮ পি.এম

স্বৈরাচার আওয়ামী সরকারের সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা, পুরনো বিরোধ নাকি ক্ষোভের বিস্ফোরণ?

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা গ্রামে স্বৈরাচার আওয়ামী সরকারের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ৫ মে রাত আনুমানিক ১২টার পর সংঘটিত হয়। হামলাকারীরা বাড়ির মালামাল ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত গভীরে ৭০ থেকে ৮০ জনের একটি দল অতর্কিতভাবে বাড়িতে হামলা চালায়। সাবেক মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তারের ভাই আলাউদ্দিন মুন্সি ও নাছির উদ্দিন মুন্সির বাড়িতে ঢুকে তারা ভাঙচুর চালায়। এ সময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। ভাঙচুরে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিকস সামগ্রী ও চারটি আলমারি থেকে প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ রয়েছে। আতঙ্কে দুই শিশু অজ্ঞান হয়ে পড়ে। ভুক্তভোগীরা জানায়, হামলার আগে বিকেলে একই গ্রামের কামাল নামের এক ব্যক্তি পাঁচ লাখ টাকা পাওয়ার দাবি নিয়ে লোকজনসহ বাড়িতে এসেছিলেন। বিষয়টি বুঝিয়ে বললেও রাতেই হামলা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী হামলায় সক্রিয়ভাবে অংশ নেয়। ভুক্তভোগীরা হামলার জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর কর্মীদের দায়ী করলেও দলটির চান্দিনা উপজেলা সভাপতি একেএম সামছুল হক মাস্টার এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “এ ঘটনায় এলডিপির কেউ জড়িত থাকলে তদন্ত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে অভিযুক্ত কামাল দাবি করেন, সাবেক মন্ত্রীর শ্বশুরবাড়ির সদস্যরা দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় দমন-পীড়ন চালিয়ে আসছিলেন। সরকারি রাস্তা ও খাল দখলের...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন