Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ১০:০৩ এ.এম

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান

বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণীর দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের খবরে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে, দলের অনেক নেতাকর্মীর মনে জুবাইদা রহমানের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর ডা. জুবাইদা রহমানের আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আগ্রহের জন্ম দেবে। তিনি সরাসরি রাজনীতিতে অংশ নিলে তা নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে। এমনকি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করলেও, দেশে তার উপস্থিতি জাতীয়তাবাদী শিবিরে নতুন প্রেরণা সঞ্চার করবে বলে মনে করছেন অনেকে। জানা গেছে, ডা. জুবাইদা রহমান আপাতত ঢাকায় এক থেকে দুই মাস অবস্থান করবেন। এই সময়কালে তিনি দলীয় কোনো কর্মসূচিতে সরাসরি অংশ না নিয়ে মূলত তার শাশুড়ি খালেদা জিয়া ও মায়ের সঙ্গে সময় কাটাবেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এই প্রসঙ্গে বলেন, "ডা. জুবাইদা রহমান শুধু জিয়া পরিবারের সদস্য নন, তার বাবাও ছিলেন এ দেশের প্রতিরক্ষা বাহিনীর একজন সম্মানিত ব্যক্তিত্ব। স্বাধীন বাংলাদেশে তিনি অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন। অথচ কোনো প্রকার অপরাধ ছাড়াই শুধুমাত্র ফ্যাসিবাদের রোষানলে পড়ে ডা. জুবাইদাকে এত দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকতে হয়েছে।" তিনি আরও বলেন,...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন