
বিশেষ প্রতিনিধিঃ
গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে আহত ও পঙ্গু হওয়া অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এনসিপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তাসনিম জারা বলেন, “জুলাই-আগস্টের সেই দুঃসহ সময়ের ক্ষত এখনো শুকায়নি। অনেকেই চোখের আলো হারিয়েছেন, কেউ আর কোনোদিন হাঁটতে পারবেন না। এরপরও যারা এসব ঘটনার জন্য দায়ী, সেই আওয়ামী লীগ এখন আবার নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে। এটা জাতির সঙ্গে নির্মম উপহাস।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে যারা নিপীড়নের শিকার হয়েছেন, তাদের কেউ এখনো ন্যায়বিচার পাননি। বরং দলটির মধ্যে কোনো অনুশোচনার চিহ্ন নেই।
ডা. তাসনিম জারা আরও বলেন, “আমাদের প্রশ্ন—আর কত গুম-খুন, আর কত মানুষ পঙ্গু হলে একটি দলের নিবন্ধন বাতিল হবে? কবে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে?
আমরা হাল ছাড়ছি না। আওয়ামী লীগের বিচার এ দেশেই হতে হবে। শুধু দল নয়—ছাত্রলীগ, যুবলীগসহ যারা এসব অপরাধে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।”
তিনি সাফ জানিয়ে দেন, “গত ১৬ বছরের গুম-খুন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে ফিরে আসতে পারবে না। এই দেশে তাদের রাজনীতি চলবে না—হবে না, হবে না, হবে না।”
সমাবেশে এনসিপির অন্যান্য নেতারাও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তারা দলটির নিবন্ধন বাতিল, অপরাধীদের বিচার নিশ্চিতকরণ এবং আগামী নির্বাচনের পূর্বে সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবি জানান।
Reporter Name 












