Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ৫:৩৫ পি.এম

নুড়িতলায় কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনা উপজেলার নুড়িতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। বৃহস্পতিবার (১ মে) ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর থেকেই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে পড়ে, ফলে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত উদ্ধারকাজ শুরু না হওয়ায় যানজট ক্রমেই বিস্তৃত হয়ে পড়ে। চান্দিনা থেকে শুরু হয়ে দাউদকান্দি এবং বুড়িচং উপজেলার সৈয়দপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে মহাসড়কে আটকে পড়ে শত শত যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। দীর্ঘ সময় যানবাহনে আটকে পড়ে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা পড়েন চরম ভোগান্তিতে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সরাতে ফেনী থেকে রেকার এনে উদ্ধার অভিযান চালানো হয়। তবে রেকার পৌঁছাতে বিলম্ব হওয়ায় যানজট আরও বেড়ে যায়। এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেন, "দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।" উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। তাই এ ধরনের দুর্ঘটনায় দ্রুত উদ্ধারকাজ ও যানবাহন চলাচল নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন