Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৫:৪৭ পি.এম

অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্রজনতা

বিশেষ প্রতিনিধিঃ জুলাই-আগস্ট মাসে সংঘটিত সহিংস ও নৃশংস ঘটনার মামলায় তালিকাভুক্ত আসামি হিসেবে চিহ্নিত জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রমনা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর হঠাৎ নিজ এলাকায় দেখা দিলে স্থানীয়রা সিদ্দিককে চিনে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার সাংবাদিকদের জানান, “স্থানীয়দের মাধ্যমে সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, সিদ্দিকুর রহমান সিদ্দিক দেশের টেলিভিশন জগতে একজন পরিচিত মুখ। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে সহিংস ঘটনায় জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠে। রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন সিদ্দিক। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। পরে ঢাকা-১৭ উপ-নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় আসেন। তবে শেষ পর্যন্ত কোনো নির্বাচনে প্রার্থী হতে পারেননি।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন