Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৪:৫৪ পি.এম

বরুড়া ও মুরাদনগর বজ্রপাতে চারজনের মৃত্যু, দুই এলাকায় শোকের ছায়া

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা জেলার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পৃথক দুটি ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন স্কুলছাত্র ও দুইজন কৃষক রয়েছেন। আকস্মিক এ বজ্রপাতের ঘটনায় দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, সোমবার দুপুরে বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে বজ্রাঘাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহতরা হলেন- মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) ও বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪)। তারা দুজনেই বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। স্থানীয়রা জানান, মেঘলা আবহাওয়ার মধ্যে মাঠে ঘুড়ি উড়ানোর সময় আকস্মিক বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রাঘাতে নিহত এক কিশোরের শরীর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, "বজ্রাঘাতে দুই কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।" অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মুরাদনগর উপজেলার কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের একটি মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন- দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) এবং কোরবানপুর গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ (৬০)। সকালে তারা জমিতে ধান কাটতে গেলে বজ্রপাতের শিকার হন। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন