সাদ্দাম হোসেন (দাউদকান্দি) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভিকতলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হলো ব্রাইট ফিউচার অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী আয়োজন—ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩০০ জন গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। ক্যাম্পে রক্তচাপ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়, সাধারণ রোগের চিকিৎসা ও ঔষধ বিতরণ, ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার পরিমাপসহ নানান সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন ভিকতলা গ্রামের কৃতি সন্তান ডা. গোলাম মোস্তফা ও ডা. রেজাউল হক ডা. মো. আদিবুর রহমান মুন্সী। ভিকতলা গ্রামের কৃতি সন্তান , ডাঃ গোলাম মোস্তফা বলেন ডাক্তারি জীবনে অনেক জায়গাতে চেম্বার করেছি রোগী দেখেছি কিন্তু আজ নিজ গ্রামের মধ্যে আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবাইকে সেবা দেওয়ার মাজে অন্যরকম একটি অনুভূতি কাজ করছে, আমি চাই গ্রামের যুবকরা যেন এই সংগঠনকে টিকিয়ে রাখেন, সব সময় আমি তাদের পাশে থাকবো। চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, “এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যেখানে চিকিৎসকের ফি দিতে হয় ৫০০ থেকে ১০০০ টাকা, সেখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা অভিভূত।” সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ খাইরুল ইসলাম জানান, “এই ক্যাম্পের মাধ্যমে আমাদের যাত্রা শুরু। সামনে বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন, রাস্তা মেরামত ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার মত নানা কর্মসূচি হাতে নিয়েছি।” উপদেষ্টা মো. রাজিব বলেন, “যুব সমাজের এমন উদ্যোগ আগে কখনও দেখিনি। আমি সব সময় তাদের পাশে থাকবো। ইতালি প্রবাসী মোঃ...