Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৫:৪৪ পি.এম

বরুড়ার-ঝলমে পিকআপ উল্টে এক কিশোরের মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে জিসান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু-কিশোর। বুধবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার ঝলম এলাকার একটি পুকুরে চার শিশু-কিশোর গোসল করছিল। এ সময় একটি খালি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় জিসান (১৩)। সে স্থানীয় ফারুক হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছে একই এলাকার আক্তার হোসেনের ছেলে মেহেদী হাসান (১১) ও মাসুদ আলমের ছেলে মাহফুজ আলম (৮)। পুকুরের মাঝখানে অবস্থান করায় রাফি নামে এক কিশোর অক্ষত অবস্থায় বেঁচে যায়। আহত মেহেদীর বাবা আক্তার হোসেন জানান, “তারা চারজন মিলে পুকুরে গোসল করছিল। হঠাৎ একটি খালি সিলিন্ডারবাহী পিকআপ পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে জিসান গাড়ি ও সিলিন্ডারের নিচে চাপা পড়ে মারা যায়। বাকিরা কোনোভাবে বেঁচে গেছে।” দুর্ঘটনার খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসতর্কতা অথবা গাড়ির ব্রেক ফেইল হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন