Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:৪৪ এ.এম

ছাত্রদল কর্মী পারভেজ হত্যা প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে চান্দিনা আর.এ. কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধন

  নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শাখার সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চান্দিনা আর.এ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে চান্দিনা আর.এ কলেজের গেট সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করে পৌর ছাত্রদল। মানববন্ধনে নেতৃত্ব দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আলম দোলন। উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব আবু হানিফ মুন্সি, আর এ কলেজ শাখার - যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, “জাহিদুল ইসলাম পারভেজ ছিলেন একজন মেধাবী, সদালাপী ও রাজনৈতিকভাবে সচেতন ছাত্র। তিনি জুলাই আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।” তারা আরও বলেন, “পারভেজ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” জানা যায়, ১৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পারভেজকে ছুরিকাঘাত করা হয়। পাশের ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রীকে কেন্দ্র করে হাসাহাসির একটি ঘটনা নিয়ে ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর পরপরই ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ২০-২৫ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীরা শোক ও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়,...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন