Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:১৯ পি.এম

মধ্যরাতে কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

  বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় রবিবার রাত দেড়টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল বের করে উত্তেজনা সৃষ্টি করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, মধ্যরাতে একটি গ্রুপ হঠাৎ শাসনগাছায় মিছিল বের করে। মিছিলকারীরা ‘অবৈধ সরকার মানি না’, ‘শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে’—এমন স্লোগান দিতে থাকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই তারা সরে যায়। তবে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তা বিশ্লেষণ করে নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর মোঘলটুলী এলাকার মো. আরিফ, আব্দুল হান্নান ওরফে আদি, কালিরবাজার ইউনিয়নের রাইচৌ গ্রামের মো. কবির হোসেন, ছোটরা গ্রামের একেএম মনিরুজ্জামান ভূঁইয়া ওরফে কিশোর, বরুডা থানার জলম গ্রামের মো. আরিফুল ইসলাম, বুড়িচংয়ের বানতির গ্রামের জাহিদুল হাসান রিমন, দেবিদ্বারের চাপানগর গ্রামের পিয়েল চন্দ্র সাহা এবং তৈলকুপি গ্রামের বাসিন্দা ও নগরীর ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোস্তফা। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “গ্রেফতার ব্যক্তিরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা রাতে মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে গ্রেফতার করেছি।” তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও পুলিশের ওপর হামলা, শিক্ষার্থীদের মিছিলে বাধা ও নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে তারা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরিত হয়েছেন।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন