
মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে পুঁটি মাছ কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছেন স্বামী। পরে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মৌসুমী আক্তার (২৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। তার স্বামী বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাছির ও মৌসুমী আক্তার আড়াই বছর ধরে উত্তর ত্রিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার দুপুরে বাছির কোম্পানীগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে বাসায় ফেরেন। মাছ কাটা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মৌসুমী মাছগুলো ছুড়ে মারেন বাছিরের দিকে। এতে বাছির উত্তেজিত হয়ে গলায় চেপে ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন।
হত্যার পর বাছির উদ্দিন নিজেই মুরাদনগর থানায় গিয়ে পুলিশের কাছে ঘটনা খুলে বলেন।
বাছির পুলিশকে জানান, ৯ বছর আগে মৌসুমীকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে চার বছর বয়সী যমজ একটি ছেলে ও একটি মেয়ে আছে। তিনি দাবি করেন, স্ত্রী তাকে নিয়মিত মানসিকভাবে চাপ দিতেন। তবে এ ঘটনায় কোনো পূর্ব-পরিকল্পনা ছিল না বলে জানান তিনি।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, দুপুরে বাছির উদ্দিন থানায় এসে নিজেই স্ত্রীকে হত্যার বিষয়টি জানান। শুরুতে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে না হলেও পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বাছিরকে থানায় হেফাজতে রাখা হয়েছে, ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 












