Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৬:৪৯ এ.এম

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চান্দিনায় সাধারণ মুসল্লিদের বিক্ষোভ মিছিল

  আবু সাঈদ: গাজায় চলমান ইসরায়েলি হামলা ও বর্বর গণহত্যার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় সাধারণ মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় চান্দিনা বাজার বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। "চান্দিনা সাধারণ মুসল্লিবৃন্দ" ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় মুসল্লিরা সহ সকল স্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি চান্দিনা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, “গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতার জন্য চরম হুমকি। এ নৃশংসতা বন্ধে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই এগিয়ে আসা উচিত।” তারা জাতিসংঘকে এ সহিংসতা বন্ধে কঠোর ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এছাড়াও বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা ইসরায়েলের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করার জন্য সব ধরনের পণ্য বর্জন করবো এবং অন্যদেরও সেই আহ্বান জানাই।”

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন