সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বন্ধ করে দেয়া হলো চান্দিনা বাণিজ্য মেলা

চান্দিনা প্রতিনিধিঃ

আসন্ন এসএসসি পরীক্ষার কারণে কুমিল্লার চান্দিনায় চলমান বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনিক বাহিনীর সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীদের স্বার্থে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মেলাটি প্রায় শেষের দিকে থাকলেও উচ্চ শব্দ ও সার্বিক প্রভাবের কারণে অভিভাবক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সচেতন মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত এবং সামাজিক কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে বলে অভিযোগ তোলেন।

সাধারণ নাগরিকদের মতে, প্রতিদিন রাত ১২টা পর্যন্ত উচ্চ শব্দে গান-বাজনার কারণে আশপাশের এলাকায় পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছিল। পরীক্ষার আগে এমন পরিবেশ অত্যন্ত হতাশাজনক। এ কারণে তারা মেলার বিরুদ্ধে অবস্থান নেন এবং মেলা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে অনেকে মনে করেন, নাগরিক জীবনের চাপের মাঝে চিত্তবিনোদনের জন্য এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ হলেও, পরীক্ষার সময় এমন আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, পরীক্ষার্থীদের স্বার্থে এটি সময়োপযোগী পদক্ষেপ।

পরবর্তী সময়ে মেলাটি পুনরায় চালু হবে কি না—এ বিষয়ে ইউএনও জানান, পরিস্থিতি বিবেচনায় মেলা কর্তৃপক্ষ যদি পুনরায় আবেদন করে, তখন সিদ্ধান্ত নেওয়া হবে।

See also  চান্দিনায় হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে ‘লাইটার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা
Tag :

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বন্ধ করে দেয়া হলো চান্দিনা বাণিজ্য মেলা

৬ এপ্রিল ২০২৫, ১১:২৮

চান্দিনা প্রতিনিধিঃ

আসন্ন এসএসসি পরীক্ষার কারণে কুমিল্লার চান্দিনায় চলমান বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনিক বাহিনীর সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীদের স্বার্থে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মেলাটি প্রায় শেষের দিকে থাকলেও উচ্চ শব্দ ও সার্বিক প্রভাবের কারণে অভিভাবক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সচেতন মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত এবং সামাজিক কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে বলে অভিযোগ তোলেন।

সাধারণ নাগরিকদের মতে, প্রতিদিন রাত ১২টা পর্যন্ত উচ্চ শব্দে গান-বাজনার কারণে আশপাশের এলাকায় পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছিল। পরীক্ষার আগে এমন পরিবেশ অত্যন্ত হতাশাজনক। এ কারণে তারা মেলার বিরুদ্ধে অবস্থান নেন এবং মেলা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে অনেকে মনে করেন, নাগরিক জীবনের চাপের মাঝে চিত্তবিনোদনের জন্য এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ হলেও, পরীক্ষার সময় এমন আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, পরীক্ষার্থীদের স্বার্থে এটি সময়োপযোগী পদক্ষেপ।

পরবর্তী সময়ে মেলাটি পুনরায় চালু হবে কি না—এ বিষয়ে ইউএনও জানান, পরিস্থিতি বিবেচনায় মেলা কর্তৃপক্ষ যদি পুনরায় আবেদন করে, তখন সিদ্ধান্ত নেওয়া হবে।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের