Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৪:৫৭ এ.এম

সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ১৪ দেশ থেকে ওমরাহ ও অন্যান্য ভিসায় প্রবেশে স্থগিতাদেশ

স্টাফ রিপোর্টার: চলমান হজ মৌসুমে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সৌদি সরকারের এই সিদ্ধান্তের আওতায় যেসব দেশ রয়েছে, সেগুলো হলো: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল পর্যন্ত। সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা এই সময়ের পর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। পাকিস্তানের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার বিষয়টি দেশটিকে অবহিত করেছে এবং ওমরাহ ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানায়, অনেক যাত্রী দীর্ঘমেয়াদি ভিসায় সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নিচ্ছেন এবং কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করছেন। এতে হজ মৌসুমে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি রোধেই সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্র অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে ধারণা করা হচ্ছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন