বিশেষ প্রতিনিধি: নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার লাকসামে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লাকসামে পৌঁছালে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরবর্তীতে রাত ৯টার দিকে তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতাল ‘মুন হসপিটালের’ করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে রাত পৌনে ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন জানান, “বুলু ভাইয়ের শরীরে ইনফেকশন ধরা পড়েছে। তবে তিনি এখন ভালো আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। ঈদ উপলক্ষে এলাকাভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।” তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বরকত উল্লাহ বুলুর চিকিৎসা কুমিল্লার মুন হসপিটালেই চলবে এবং তার বড় কোনো শারীরিক জটিলতা নেই। দলের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।