চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় নেতা-কর্মীদের সাথে ঈদ পুনর্মিলনীতে মাদক মুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন গাজী হাসান মাহমুদ হানিফ নামের এক বিএনপি নেতা। সমাজ থেকে মাদক নির্মূল এর পাশাপাশি চাঁদাবাজী বন্ধ ও মানুষের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন ওই নেতা। হাানিফ চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং ওই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। শুক্রবার (৪ এপ্রিল) বাদ জুমা শতাধিক নেতা-কর্মীকে সাথে নিয়ে পুরো মাইজখার ইউনিয়ন ঘুরে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফ জানান- চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন এর দিক নির্দেশনায় মাইজখার ইউনিয়নকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করার পাশাপাশি কারও উপর যেন কোন অন্যায় অত্যাচার না ঘটে সেদিকে নজর দিয়ে কাজ করতে হবে। আমি নেতার নির্দেশে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে নেতা-কর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় করে এই বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে। এজন্য আমি সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাউসার আহমেদ, মোস্তফা কামাল, ইসমাইল হোসেন, যুবদল নেতা আবুল বাসার মেম্বার, মাসুদ রানা, শরীফ হোসেন, ছাত্রদল নেতা সারওয়ার হোসেন, ফারহান সাজু, আরিফুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা আলী আহাম্মদ, আব্দুর রহিম, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।