চান্দিনা প্রতিনিধি: লিবারেল ডেমেক্রেটি পার্টি-এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা করে বলেন- ‘অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একেক সময় একেক কথা বলেন। একবার বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, আবেকবার বলেন স্বল্প সংস্কার করেই আমি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিব। সেদিন আবার বললেন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে।’ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৫টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন- ‘সংস্কার হলো একটি চলমান পক্রিয়া। দেশে কখন কি প্রয়োজন হবে সেটাই দেশের মানুষের কল্যাণে করা হবে। সব সংস্কার করে নির্বাচন দিবেন এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে কেউ দেয়নি। এখন জাতির একটি নির্বাচন প্রয়োজন। ২০০৮ সালের পর থেকে কোন নির্বাচন হয়নি। কারণ কেউ ভোট দিতে পারেনি।’ সাবেক এই প্রতিমন্ত্রী সরকারের সমালোচনা করে বলেন- ‘পরবর্তী সরকার গঠন করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে। তাই বলে বছরের পর বছর আপনি থাকবেন তা হতে পারেনা। কিছু দালাল আপনি সৃষ্টি করেছেন। যারা ওনার ভূয়সী প্রশংসা করেই যাচ্ছে। আপনি নিজেই বলেছেন দেশ চালানো অভিজ্ঞতা আপনার নেই। আপনার যে কাজে অভিজ্ঞতা আছে সে কাজে যান। দেশের মানুষের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, আপনি সকলের কাছে সমাদৃত থাকবেন। আর যদি...