কামরুল হাসান ভূঁইয়াঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌরসভার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল)চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যাংকার আব্দুল হালিম মিয়াজী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট জাকির হোসেন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মুস্তফা শাকেরুল্লাহ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) উপজেলা সভাপতি একেএম শামসুল হক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কুতুব উদ্দিন বখতিয়ার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান আসিফ, মাওলানা বেলাল সরকার, জয়নাল আবেদিন ভূঁইয়া, ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু সুফিয়ান, চান্দিনা উপজেলা সভাপতি মিজানুর রহমান, নবাবপুর সাথী শাখার সভাপতি আবু হানিফ, ইলিয়টগঞ্জ শাখার সভাপতি মোশাররফ হোসেন।