চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গাছের সঙ্গে ধাক্কা খায়, ফলে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, রাসেল (৩০) পিতা তোবারক উল্লাহ, গ্রাম: খাজুরিয়া, উপজেলা: সেনবাগ, জেলা: নোয়াখালী। সেলিম (৪৫) পিতা মৃত আব্দুল হালিম, গ্রাম: সাহারপাড়, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা। ফরহাদ হোসেন (২৯) পিতা হারুনুর রশিদ, উপজেলা: নাঙ্গলকোট, জেলা: কুমিল্লা। তিনি দুর্ঘটনাকবলিত বাসের সুপারভাইজার ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লাগামী ‘তিশা প্লাস’ পরিবহনের বাসটি অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়। ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের চিকিৎসা নিশ্চিত করেছে এবং নিহতদের শনাক্তের পর বিনা ময়না তদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বাস...