বিশেষ প্রতিনিধি: কুমিল্লা সেনানিবাসে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লার টিপরাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা কোতোয়ালি থানার আলেখারচরের বাসিন্দা মাছুম বিল্লাহর ছেলে সাইদুল বাশার অমিক (২৩) এবং বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের মৃত মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ (২১) প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট দেশে ছাত্র জনতার আন্দোলন চলাকালে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় কয়েকজন অস্ত্রধারী হামলা চালিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করে। কুমিল্লা আদর্শ সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস মোবাইল ট্র্যাকিং করে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে আদনান হায়দারের ক্যাডার। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’