Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ৩:৪২ এ.এম

ইসলামে ঈদ ও মোগলদের ঈদ উৎসব -মো: তাজুল ইসলাম

  ইসলামে ঈদ ও মোগলদের ঈদ উৎসব মুসলমানদের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, ভালোবাসা, আনন্দ উচ্ছ্বাসের জন্য আল্লাহ তা'আলা বছরে দুটি ঈদের প্রচলন করেন। মহানবী (সা.) ঈদের দিন ছোট-বড় সবার আনন্দের প্রতি খেয়াল করতেন। মদিনার ছোট ছোট শিশু-কিশোরের সঙ্গে বিশ্বনবী (সা.) আনন্দ করতেন। শরিয়তের স্বীকৃত সব আনন্দ করার অনুমতি দিতেন। ইব্রাহিম (আ.) এর ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বা এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিন আল্লাহ তা'আলা রোজাদারদের তাদের ইবাদতের সওয়াব ও পুরস্কার দান করবেন। জাহান্নামীদের তালিকা থেকে তাদের নাম মুছে দেবেন। তাই রোজাদাররা খুশি হয়ে শুকরিয়া স্বরূপ দান-সদকা করে এবং ঈদের নামাজ আদায় করে। এই নামাজকে নবী (সা.) এতটাই গুরুত্ব দিতেন যে ইসলামের শুরু যুগে নারী ও শিশুদেরও ঈদগাহে নিয়ে যাওয়া হতো; এমনকি ঋতুমতী নারীও ঈদগাহে উপস্থিত হতো। ঈদ পরিচিতি: শাব্দিক অর্থ: ঈদ শব্দটি আরবি عيد। অর্থ খুশি, আনন্দ, অনুষ্ঠান, উৎসব, প্রত্যাবর্তন ইত্যাদি। শব্দের মূল রূপ হলো আওদ, যার অর্থ ফিরে আসা। (আনওয়ারুল মিশকাত : ৩/৬০৫) পারিভাষিক অর্থ: আল মুনজিদ অভিধানে বলা হয়েছে, ঈদ এমন দিনকে বলা হয়, যাতে লোকজনের সমাগম হয় বা কোনো সম্মানিত ব্যক্তি অথবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার স্মৃতিচারণা করা হয়। (আল মুনজিদ পৃ. ১০৩৮) ইসলামের পরিভাষায়, মুসলমানরা বছরে যে দুটি দিবসকে আনন্দ ও উৎসবের দিবস হিসেবে পালন করে থাকে, তাকে ঈদ বলা হয়। (আনওয়ারুল মিশকাত : ৩/৬০৫) আরবদের কাছে ঈদ বলা হয় এমন সময়কে, যে সময় আনন্দ ও...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন