Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ৪:০৭ এ.এম

ইসলামের প্রথম ঈদ: কখন ও কিভাবে? -মো: ইমরান হোসেন

ইসলামের প্রথম ঈদ: কখন ও কিভাবে? মুসলমানদের ধর্মীয় জীবনে ঈদ এক অনন্য আনন্দ-উৎসব। কিন্তু এই পবিত্র দিনটির সূচনা কখন, কীভাবে হয়েছিল—তা অনেকেরই অজানা। আসুন, ফিরে দেখি ঈদ উদযাপনের ঐতিহাসিক পটভূমি। প্রথম ঈদ উদযাপন: ইতিহাসের সূচনা মুসলমানদের প্রথম ঈদ উদযাপন শুরু হয় রাসূলুল্লাহ (সা.) মদিনায় হিজরত করার দ্বিতীয় বছরে। অর্থাৎ তখন রাসূল (সা.)-এর বয়স ৫৫ বছর এবং নবুয়তের ১৫তম বছর। বেশির ভাগ আলেমের মতে, দ্বিতীয় হিজরিতে ঈদের বিধান প্রবর্তিত হয়। দ্বিতীয় হিজরির শাবান মাসে রোজা ফরজ হয়। এ হিসাবে দ্বিতীয় হিজরিতেই ঈদের নামাজের বিধান প্রবর্তিত হয়। (আল বিদায়া ওয়ান নেহায়া : ৫/৫৪) মহানবী (সা.) যখন মদিনায় আগমন করেন, তখন তিনি দেখতে পান যে স্থানীয় ইহুদিরা শরতের পূর্ণিমায় নওরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান নামে দুটি উৎসব পালন করে। এই উৎসবে তারা নানা ধরনের আনন্দ-উৎসব, খেলাধুলা ও আনুষ্ঠানিকতা করত। রাসূল (সা.) এ দুটি উৎসব মুসলমানদের জন্য নিরুৎসাহিত করেন এবং বলেন— “মহান আল্লাহ তোমাদের ওই উৎসবের পরিবর্তে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো পবিত্র দুটি দিন দান করেছেন, যাতে তোমরা পবিত্রতার সঙ্গে আনন্দ উদযাপন করতে পারো।” আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়: "মহানবী (সা.) যখন মদিনায় আসেন, তখন মদিনাবাসীর জন্য দুটি উৎসবের দিন ছিল। তিনি জানতে চাইলেন, ‘এই দিন দুটি কীসের?’ তারা বলল, ‘আমরা জাহেলি যুগ থেকে এ দুই দিন খেলাধুলা ও উৎসব করে আসছি।’ তখন রাসূল (সা.) বললেন, ‘আল্লাহ তোমাদের জন্য এ...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন