Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৫, ৩:৩১ পি.এম

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে

  বিশেষ প্রতিবেদন: সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এই তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা যাওয়ায় সৌদি নাগরিকরা এবার ২৯টি রোজা পালন করেছেন। দেশটির সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে চাঁদ অনুসন্ধানের কাজ শুরু হয়। সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, “আজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হয়েছে এবং চাঁদ অস্ত যায় সূর্যাস্তের ৮ মিনিট পর। আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখার সম্ভাবনা বেশি থাকে।” এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। তাদের বিশ্লেষণ অনুযায়ী, সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ সূর্যের সংযোগ ঘটাবে। যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখার ভিত্তিতে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে। তাই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দেশটির জনগণ আগামীকাল ৩০ মার্চ ঈদ উদযাপন করবেন।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন