সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে

 

বিশেষ প্রতিবেদন:

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এই তথ্য নিশ্চিত করেছে।

চাঁদ দেখা যাওয়ায় সৌদি নাগরিকরা এবার ২৯টি রোজা পালন করেছেন। দেশটির সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে চাঁদ অনুসন্ধানের কাজ শুরু হয়।

সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, “আজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হয়েছে এবং চাঁদ অস্ত যায় সূর্যাস্তের ৮ মিনিট পর। আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখার সম্ভাবনা বেশি থাকে।”

এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। তাদের বিশ্লেষণ অনুযায়ী, সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ সূর্যের সংযোগ ঘটাবে।

যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখার ভিত্তিতে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে। তাই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দেশটির জনগণ আগামীকাল ৩০ মার্চ ঈদ উদযাপন করবেন।

See also  শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা
Tag :

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে

২৯ মার্চ ২০২৫, ৩:৩১

 

বিশেষ প্রতিবেদন:

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এই তথ্য নিশ্চিত করেছে।

চাঁদ দেখা যাওয়ায় সৌদি নাগরিকরা এবার ২৯টি রোজা পালন করেছেন। দেশটির সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে চাঁদ অনুসন্ধানের কাজ শুরু হয়।

সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, “আজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হয়েছে এবং চাঁদ অস্ত যায় সূর্যাস্তের ৮ মিনিট পর। আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখার সম্ভাবনা বেশি থাকে।”

এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। তাদের বিশ্লেষণ অনুযায়ী, সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ সূর্যের সংযোগ ঘটাবে।

যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখার ভিত্তিতে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে। তাই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দেশটির জনগণ আগামীকাল ৩০ মার্চ ঈদ উদযাপন করবেন।

See also  শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা