সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকাল সেন্টারের (IAC) পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা দিনের আলোতেই চাঁদের ছবি ধারণ করেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আল খাতিম অ্যাস্ট্রনমিকাল অবজারভেটরি দুপুরে চাঁদের ছবি তোলে, যা মহাকাশ পর্যবেক্ষণের নিয়মিত কার্যক্রমের অংশ। তবে এই ছবি দেখে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে শনিবার সন্ধ্যায়肉ঈদের চাঁদ দেখা যাবে কি না। আজ সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। যদি চাঁদ দেখা যায়, তবে আগামীকাল রবিবার মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হবে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদের চাঁদ দেখা যায়, ফলে বাংলাদেশে ৩১ মার্চ, সোমবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা বেশি। সূত্র: গালফ নিউজ