চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা আল আমিন এতিমখানা কমপ্লেক্সের ৫৫ জন এতিম শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। শুক্রবার (২৮ মার্চ) বাদ মাগরিব ওই পাঞ্জাবি বিতরণ করেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র এবং এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদ সাবেক সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এতিমখানা কমপ্লেক্সের সুপার মাওলানা দ্বীনুল ইসলাম, শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. আ. রহিম, মো. মুহিবুল্লাহ্ ভূঁইয়া, মো. জাহিদ হাসান, হাফেজ মাহদী, চান্দিনা বাজারের ব্যবসায়ী মো. শুভ প্রমুখ।