
চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় এনজিও’র নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। বুধবার (১৯ মার্চ) ইফতারের পর চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আসামীদের বাড়ির সামনে তাদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার দুইশতাধিক মানুষ অংশগ্রহণ করে। ওই ঘটনার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
এর আগে ১৭ মার্চ সোমবার রাতে আইডিএফ নামের একটি এনজিও’র দুই কর্মীকে আটক করে সংঘবদ্ধ বখাটে দল। পুরুষ কর্মীকে আটকে নারী কর্মীকে নগ্ন করে যৌন নির্যাতন করে চার বখাটে যুবক। নারী কর্মীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা চাঁদাদাবি করে। বিকাশে ২০ হাজার টাকা প্রদান করেও রেহাই পায়নি তারা। এসময় তাদের কাছ থেকে কিস্তির আদায় করা নগদ ১৪ হাজার টাকা, ব্যক্তিগত টাকা ও স্বর্ণের কানের দুল, মোবাইল ফোন লুটে নেয়।
ওই ঘটনায় চান্দিনার তুলাতলী গ্রামের মোখলেছুর রহমান এর ছেলে স্বপন মিয়া প্রকাশ চোরা স্বপন (৩০), একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. শাওন (২৩), মজিবুর রহমান এর ছেলে মো. আনসার (২২) ও একই গ্রামের রবিউল (২৪) কে আসামী করে এনজিও’র মাঠ কর্মী তারেক রহমান বাদি হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। আসামীদের কাউকে অদ্যাবধি গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
Reporter Name 












